ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন

এখানে রাত পোহালেই ভোট। ভোট হবে সারা দেশে। কিন্তু সে ভোটে যারই জয় হোক, তার সেলিব্রেশন হবে নিউইয়র্কের ম্যানহাটনে। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের যদি আসে জয়, তাহলে তার উদযাপন হবে এই জ্যাকব জেভিটস সেন্টারে।

জ্যাকব জেভিটস সেন্টার (নিউইয়র্ক) থেকে: এখানে রাত পোহালেই ভোট। ভোট হবে সারা দেশে।

কিন্তু সে ভোটে যারই জয় হোক, তার সেলিব্রেশন হবে নিউইয়র্কের ম্যানহাটনে। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের যদি আসে জয়, তাহলে তার উদযাপন হবে এই জ্যাকব জেভিটস সেন্টারে।

সোমবার মধ্যরাতে নিউইয়র্কের ম্যানহাটনে হাডসন নদীর তীরে কাঁচ ও আলোয় তৈরি দৃষ্টিনন্দন এই ভবনের সামনে গিয়ে দেখা গেলো, ভবন প্রস্তুত তার নিজের চমৎকারিত্ব নিয়েই। চারিদিকে কড়া পাহারায় বিপুল সংখ্যক পুলিশ। কাঁচের বাড়িটি ঘিরে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। ব্রডকাস্ট মিডিয়াগুলো তাদের সম্প্রচার যন্ত্রপাতি সাজিয়ে নিয়েছে। তবে মধ্যরাতে আর কোনো সংবাদকর্মীকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

পুলিশের এক কর্মকর্তার কাছে অনুমতি চাইতেই তিনি বললেন, ‘আজকে নয়, কাল আসুন। ’ ভবনের সামনে হিলারির এক সমর্থককে পাওয়া গেলো। বাংলানিউজসহ কয়েকটি মিডিয়ার সঙ্গে কথা বললেন পিটার ফিশম্যান নামে ওই সমর্থক। এক প্রশ্নের জবাবে তিনি বললেন, জয়ের সেলিব্রেশনের জন্যই পুরোপুরি প্রস্তুত তারা। আর নির্বাচনে হেরে যাওয়ার পর নিজের কাজে যেন ফিরে যান ডোনাল্ড ট্রাম্প, সেই আহ্বানই জানাতে চান।

ওদিকে, প্রস্তুত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন রাতের সেলিব্রেশন কেন্দ্রটিও। এটিও এই নিউইয়র্ক সিটির ম্যানহাটনে। নিউইয়র্ক হিলটন মিডটাউনই হতে যাচ্ছে এই কেন্দ্র। মধ্যরাতে হিলটন হোটেলের দিকে যেতে পাওয়া গেলো পুলিশের বাধা। তবে আজ রাতে পরিস্থিতি যাই থাকুক, আগামীকাল মঙ্গলবার রাতে এই দুটি স্থানে যার-যার নির্বাচন পরবর্তী বক্তব্য রাখার কথা রয়েছে।

তার একটি হবে নির্বাচন জয়ের, অপরটি পরাজয় মেনে নেওয়ার। যার মধ্যদিয়ে অবসান হতে যাচ্ছে দুই প্রধান প্রার্থীর ৬০০ দিনের ক্যাম্পেইন। যদিও ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি খুব সহজে পরাজয় মেনে নেবেন না। সে যাই হোক, তা দেখা যাবে মঙ্গলবার রাতেই। আপাতত দুটি স্থানেই এখন মঙ্গলবার রাতের অপেক্ষা।

দুই পক্ষের আয়োজনের বিশ্লেষণে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আড়ম্বর কিছুটা কম। কেউ-কেউ এও বলছেন, নিজেকে মাল্টি বিলয়নিয়র দাবি করা ডোনাল্ড ট্রাম্পের জন্য তার জয়ের (যদি হয়) সেলিব্রেশনের আয়োজনটা একটু ক্লিশে হয়ে গেছে। তবে সমালোচকরা যাই বলুক, এই হোটেলের ২৪,০০০ বর্গফুটের বিশাল বলরুমে ডোনাল্ড ট্রাম্পই যে কেবল তার নির্বাচন রাত্রির অনুষ্ঠান করছেন তা নয়। জন এফ কেনেডিসহ অনেক প্রেসিডেন্টই তাদের বিজয়ের ভাষণ দিয়েছেন এই হিলটন থেকে। আর নিউইয়র্কের বাসিন্দা হিসেবে ম্যানহাটনের এই বিখ্যাত সেন্টারেই হতে পারে ট্রাম্পের সম্ভাব্য বিজয় উদযাপন।

অন্যদিকে, হিলারি ক্লিনটনের আয়োজন যে ক্রিস্টাল প্যালেসে সেটি হাডসন নদীর নীরে ছয়টি ব্লক নিয়ে নির্মিত। যা অত্যন্ত ঝলমলে। নির্বাচন রাতে হাডসনের ওপর অসংখ্য আতশবাজিতে ভরিয়ে তোলার প্রাথমিক পরিকল্পনা অবশ্য শেষ পর্যন্ত বাতিল করেছে হিলারি ক্লিনটন ক্যাম্পেইন।

আরও পড়ুন..
** ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান

** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময় ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএমকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।